আশানুর রহমান আশা বেনাপোল– যশোরের শার্শা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে শার্শার শিকারপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ আলী বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, মাদক পাচারের গোপন খবরে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুরের নেতৃত্বে নারকেল পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।