আশানুর রহমান আশা :
তিমির বমি পেলেই ভাগ্য ঘুরে যাবে। তিমির বমিকে কোটি টাকার পদার্থ হিসেবে বিবেচ্য পৃথিবীকে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে এরকমই বিরাটাকার তিমির বমি খুঁজে পেলেন এক ৪৯ বছরের থাই মহিলা। যার দাম ২৬০৯৪৭.০৭ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার বেশি

প্রবল ঝড় বৃষ্টির পর সমুদ্রের ধারে দামি সামুদ্রিক ধাতু খোঁজ পাওয়া যায় বেশ কিছু এলাকায়। দক্ষিণ থাইল্যান্ডে ঝড় বৃষ্টির পর সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন সিরিপর্ণ নিয়াম্রিন নামের এক মহিলা। হঠাৎই তিনি আঁশটে গন্ধ পান। কাছে গিয়ে দেখেন সাদা পাথরের মতো একটা বিরাট কী পড়ে রয়েছে, যা থেকেই ওই আঁশটে গন্ধ আসছে। তিনি বাড়ি নিয়ে আসেন সেটি।

এরপর পাড়া প্রতিবেশী এবং আরও বেশ কিছুজনের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারেন এটি তিমির বমি।

যার ভাল নাম অ্যামবারগ্রিস (Ambergris)। যার সাইজ, ১২ ইঞ্চি পুরু এবং ২৪ ইঞ্চি লম্বা।

প্রসঙ্গত, ‘তিমির বমি’ বা এই অ্যামবারগ্রিসকে বলা হয় ভাসমান সোনা। সমুদ্রের গুপ্তধন বলে মনে করেন অনেকে। আন্তর্জাতিক বাজারে এই অ্যামবারগ্রিসের দাম অনেক। যেখান থেকে তৈরি হয় সুগন্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *