ষ্টাফ রিপোর্টারঃ
ভারত থেকে প্রেমিক যুগল সহ ৩ জন বাংলাদেশে পালিয়ে আসার সময় বেরসিক পুলিশের হাতে আটকের পর তারা এখন শ্রী ঘরে।
জানাগেছে ভারতের জলপাইগুড়ি জেলার আলিপুর দুয়ার থানার যোগেন্দ্র নগরের শ্রী চন্দন বম্মণের কন্যা শিলিগুড়িহাট উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রীমতি মামুন বর্ম্মন (১৭) একই গ্রামের শ্রী অখিল চন্দ্রের পুত্র অভিজিত বর্ম্মন (২০) এর সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেম চলে আসা অবস্থায় ১ মাস পুর্বে তারা বাড়ি থেকে পালিয়ে কুচবিহার জেলার দিনহাটা থানার ভালুকা হাটিয়ামারী গ্রামে অভিজিতের ভগ্নিপতি কাজল মোদকের বাড়িতে আশ্রয় নিয়ে মন্দিরে বিয়ে হয়। মেয়ের পিতা অভিজিতের নামে থানায় মামলা করলে তারা গত কাল প্রেমিক যুগল ও অভিজিতের ভগ্নিপতি কাজল মোদক রবিবার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় পাগলারহাট এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দিলে ভুরুঙ্গামারী থানা পুলিশ তাদের আটক করে । পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি ১৯৫২এর ৪ উপধারায় আটক করে জেলহাজতে প্রেরন করেছে। মামলা১২ তারিখ-২১/২/২০১৬।