ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীর ২টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির ভোক্তা তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের খবর পত্রিকায় প্রকাশের পর তালিকা সংশোধনের জন্য পত্র দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। সকল ইউপি চেয়ারম্যান এবং বাছাই কমিটির সভাপতিকে তালিকা সংশোধনের নির্দেশ দিয়ে এপত্র দেয়া হয়েছে। প্রাথমিক যাচাইয়ে পাইকের ছড়া ইউনিয়নে ২২৫ এবং চরভুরুঙ্গামারী ইউনিয়নে ৮৩ ব্যক্তির তালিকা থেকে বাদ পড়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস রফিকুল আলম। এদিকে উপজেলার অন্য ৮টি ইউনিয়নে তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আন্ধারীঝাড় ইউনিয়নের ১০ জন (মহিলা সদস্যসহ) ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। ওয়ার্ডের জনসংখ্যা অনুযায়ি তালিকা বিভাজন না করে ইউপি চেয়ারম্যান নির্দিষ্ট ওয়ার্ডে সিংহভাগ তালিকা তৈরী করেছেন। শুধু তাইনয়, ঐ ইউনিয়নে ২০ জন ব্যক্তির নাম তালিকায় থাকলেও তারা কার্ড কিংবা চাউল পায়নি। অভিযোগ করা হয়েছে কিছু সুবিধাবাদী লোক তাদের নাম তালিকায় না দিয়ে ঐসকল ব্যক্তির নাম দিয়ে চাউল তুলে নিয়েছে। উল্লেখ্য, দেশব্যাপী ভোক্তা তালিকা এবং ডিলার নিয়োগের খবর পত্রিকায় প্রকাশের পর খাদ্য মন্ত্রনালয়ের যুগ্মসচিব আতাউর রহমান ভোক্তা তালিকা প্রণয়ন , ডিলার নিয়োগ কিংবা চাল বিতরণে অনিয়মের সাথে যে কেউ জড়িত হোকনা কেন তাদেরকে ছাড় না দিয়ে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রাপ্তির পর এপত্র প্রেরণ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান,ভোক্তা তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত ডিলারকে চালের ডিও দেয়া বন্ধ রাখা হয়েছে। তালিকা সংশোধনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *