ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে বাল্যবিয়ের অপরাধে বর এবং বর ও কনের পিতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যথাক্রমে ২মাস ও ১ মাসের জেল দেয়া হয়েছে।
জানাগেছে, গত সোমবার রাত ১০ টায় সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বছির খার পুত্র পান বিক্রেতা ফরিদ খানের (২৯) সাথে একই গ্রামের ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের দশম শ্রেণীতে পড়–য়া ছাত্রী লাইজু বেগম (১৫) এর বিয়ের আয়োজন করে। এসংবাদ পাবার পর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী পুলিশ সহ অভিযান চালিয়ে কনে, কনের পিতা, বর ও বরের পিতাকে আটক করে রাত ১টায় তার অফিস কক্ষে এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করে। কনে নাবালিকা হওয়ায় তাকে শাস্তি দেয়া হয়নি।উল্লেখ্য, জন্ম নিবন্ধন কার্ডে কনের জন্ম তারিখ ১১-৩- ২০০২ এর স্থলে কৌশলে তুলে ফেলে ১০-৭- ১৯৯৯খ্রিঃ করে বিয়ের আয়োজন করেছিলো। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, বাল্য বিয়ে একটি সমাজিক ব্যাধি। অভিভাবকরা যাতে বাল্যবিয়ে দিতে সাহস না পায়এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান ও সাজা অব্যাহত থাকবে।