ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে (বিআরডিবি) ইউসিসিএ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ। ইউসিসিএ লিমিটেডের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান হক ,হায়দার আলী,ডাঃ সাইদুর রহমান খান প্রমুখ। এ সময় উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৮-১৯ অর্থবছরে সমিতির খসড়া বাজেট পেশ করেন। সম্ভাব্য বাজেটে মোট ৮৯ লাখ ৭ হাজার ২৫০ টাকা আয় এবং ৭৮ লাখ ৩০ হাজার ৭৫০ টাকা ব্যয় এবং ১০ লাখ৭৬ হাজার ৫০০ টাকা উদ্বৃত্ত দেখান। সাধারণ সভায় ২০১৯ সালের খসড়া বাজেট পাঠ ও অনুমোদন,ঋণ গ্রহনের সর্বোচ্চ সীমা নির্ধারণ,স্বল্প মেয়াদী কর্জ আদায় ও কর্জ বিতরন ও আদায় এবং জনবল নিয়োগ নিয়ে আলোচনা শেষে একজন অফিস সহকারী ও একজন পিয়ন কাম নৈশ প্রহরী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলার ইউসিসি লিমিটেডের ২১৮ টি রেজিস্টার প্রাপ্ত সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *