ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ইউএনও এবং কমিটির স্বাক্ষর জাল করে দুর্নীতি করার দায়ে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
জানাগেছে উপজেলার চর বারুইটারী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম দায়িত্ব গ্রহনের পর নিজের ইচ্ছামত মাদ্রাসায় অনুপস্থিত থেকে বেতনভাতা উত্তোলন সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এদিকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গোপনে ৩ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর জাল করে ভুয়া পদত্যাগ পত্র মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রেরণ করে। মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ গত ২৫ সেপ্টেম্বর/১৬ তারিখে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফির্সাকে বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য পত্র প্রেরণ করলে উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম পত্র গোপন করে গত ২৯ সেপ্টেম্বর/১৬ তারিখে নিজেই উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে বোর্ডে জমা দেয়। অধ্যক্ষের ভুয়া প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে মাদ্রাসা বোর্ড কমিটির সভাপতি সহ কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠনের নির্দেশ জারি করে। বিষয়টি জানাজানির পর মাদ্রাসার নির্বাচিত গভর্নিং বডির সদস্যরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন সহ নির্বাচিত কমিটি ফেরৎ দেয়ার আবেদন করে। মাদ্রাসা শিক্ষাবোর্ড কমিটির আবেদনের প্রেক্ষিতে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে গত ৭ ফেব্রুয়ারী/১৭ তারিখে তদন্তের সঠিকতা যাচাইয়ের জন্য আবারও পত্র দেয়। পত্রের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম ৯ ফেব্রুয়ারী/১৭ তারিখে তদন্ত করে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর করিমের ২৯ সেপ্টেম্বর/১৬ তারিখে দাখিলকৃত প্রতিবেদনটি ভুয়া ও জাল বলে বোর্ড কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারী/১৭ তারিখে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ কমিটি ভেঙ্গে দেয়ার পত্রটি বাতিল করে এবং কমিটির মেয়াদ পুর্ন সহ বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকারকে সভাপতি হিসাবে মনোনয়নের জন্য পত্র জারি করেন। পরে গত সোমবার মাদ্রাসা কমিটির সভায় গভর্নিং বডির সদস্যরা জরুরী সভায় দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আলীম মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম মুকুল জানান পুর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের বিরুদ্ধে ইউএনও এবং কমিটির স্বাক্ষর জাল করে মাদ্রাসা বোর্ডে ভুয়া প্রতিবেদন দাখিল করা প্রমানিত হয়েছে । শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে মাদ্রাসা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *