ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তারা।