এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মটর সাইকেল থেকে পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সেলিম (৩০)। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়নের চর উত্তর তিলাই এলাকার বেলাল হোসেনের পুত্র। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে পাগলাহাট টু ভুরুঙ্গামারী সড়কের জামতলা মোড় বিডিআর চেকপোস্টের কাছে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যুবক সেলিম পাগলা হাট বাজার থেকে মটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী আসছিল। পাগলাহাট বাজারের পাশে জামতলা মোড় বিডিআর চেকপোস্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল সহ পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসার পথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হিলমেট না পড়ায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা গেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।