ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারীর বাবুরহাট সীমান্তে ভারতীয় ৩ বোতল অফিসার চয়েজ মদের বোতলসহ ২ কিশোরকে আটক করেছে বাবুরহাট বিজিবি ক্যাম্প।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানাগেছে ১১ ডিসেম্বর/২০২৩ সোমবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের আওতাধীন বাবুরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক ১০০৫ নং সীমানা পিলার হতে ১.৫ অভ্যন্তরে চরভুরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা নামক স্থানে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মাদ্রাসা মোড়ের তালেব হোসেনের কিশোর পুত্র মো: তুহিন হোসেন(১৭) ও দেওয়ানের খামার গ্রামের সিরাজুল ইসলামের ইসলামের পুত্র মো: রাকিব হোসেন(১৬) ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা ১০০৫ নং সীমানা পিলার হতে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা এলাকায় ভারত থেকে ৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ নিয়ে আসার পথে তাদের আটক করে দেহ তল্লাসী করে ভারতীয় ৩ বোতল অফিসার চয়েজ মদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১২৫ সিসি একটি ডিসকভার মোটর সাইকেলসহ তাদের আটক করে আইনের সাথে সংঘাতে জড়িত ২ কিশোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন মাদকসহ ২ কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *