ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রদিনিধিঃ
সারা বাংলাদেশের ন্যায় ভূরুঙ্গামারীতে বেসরকারী সংস্থা “উদ্দীপন”এর প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির আয়োজনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উদ্দীপন ভুরুঙ্গামারী শাখা কার্যালয়ে অন্তভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সোহবাফ হোসেন। উদ্দীপন ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্দীপন ভুরুঙ্গামারী শাখার হিসাব রক্ষক মৃত্যুঞ্জয় কুমার রায়,প্রোগ্রাম অফিসার মোঃ হাসানুজ্জামান হাসান ও আবুল মাসুম। আলোচনাসভা ও র‌্যালীতে আসা প্রতিবন্ধী শিশু ও তার অভিভাবকদের নিয়ে একটি র‌্যালী উদ্দীপন অফিস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । শেষে প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করতে প্রতিযোগীতামুলক অনুষ্ঠানে গজলে হাফিজুর রহমান,কোরআন তিলোয়াতে আল-আমিন ও শামীম হোসেনকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় শতাধিক প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা অংশ গ্রহন করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর বিভাগীয় প্রধান মনজুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *