ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে কর্মসৃজন প্রকল্পের কর্মরত শ্রমিকদের মারপীট করায় এলাকায় তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে একটি কবরস্থানে মাটি কেটে ৪০দিনের কর্মসৃজন প্রকল্পে কর্মরত একই গ্রামের শামসুল হকের পুত্র হোসেন আলী(৩৫),শুকুর শেখের পুত্র গোলাপ আলী(৩৮),মফিজউদ্দিনের পুত্র আবুল কালাম(৩৯),মৃত জাফর আলীর কন্যা হামিদা বেগম(৪০),নুরুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম(৪০),কাশেম আলীর স্ত্রী তারাভানু বেগম(৩৮) বিরতির সময় গাছের নীচে আরাম করার সময় একই গ্রামের প্রভাবশালী এনামুল হকের পুত্র জাহাঙ্গীর হোসেন(৩৮) এবং তার ছোট ভাই কাজ রেখে বসে থাকার অজুহাতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডায় জাহাঙ্গীর ও তার ছোটভাই অতর্কিতভাবে শ্রমিকদের উপর চড়াও হয়ে মারপীট করলে এলাকাবাসী এগিয়ে আসায় তারা দ্রুত সটকে পড়ে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড সদস্য মনছুর আলী জানান,শ্রমিকরা কাজের বিরতিতে বসে আরাম করার সময় উক্ত জাহাঙ্গীর ও তার ছোটভাই অন্যায়ভাবে শ্রমিকদের মারপীট করেছে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান,বিষয়টি জেনেছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।