ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমানকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে কার্যক্রমের সুচনা হয়।
ভ্যাকসিন নেয়ার জন্য উপজেলার ৫৫ বছরের অধিক বয়সী ১৫৮ জন ব্যক্তি নিবন্ধন করেছেন। প্রথম দিনে ৩০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।