রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

ক্রাচের ভিতরে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় দুই জনকে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১হাজার ৫০০ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ শনিবার উপজেলার স্লুইসগেট এলাকায় পুলিশের নিয়মিত টহলের সময় ওই দুই জনকে ইয়াবা সহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন জেলার উলিপুর উপজেলার ফুলবাড়ি এলকার মনছের আলী(৫৫) তার পিতার নাম মৃত আজান উদ্দিন।অপর আটকৃতের নাম কফিল উদ্দিন(৩৫) তার বাড়ি কিশামত ফুলবাড়ি এলকায় তার পিতার নাম মেহের উদ্দিন।

রাজীবপুর থানার এসআই গোলক জানান,এএসআই আতাউর সহ আরও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে টহল দিচ্ছিলাম স্লুইসগেট এলাকায়। এসময় বিভিন্ন গণপরিবহ ও যাত্রীদের তল্লাশি চালানো হয়। ওই দুজনকে দেখে তাদের তল্লাশি করলে কফিলের কাছে প্যান্টের পকেটে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এসময় তাদের আটক করে জিজ্ঞাবাদ করলে মুনছের আলীর ক্রাচের ভিতরে লুকানো ইয়াবা ট্যাবলেট আছে বলে জানান।পরে তারা বিশেষ কায়দায় ঢোকানো ক্রাচের সরু নালার ভিতর থেকে দুটি প্যাকেটে ১২০০ পিছ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

এবিষয়ে রাজীবপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নবিউল হাসান।আগামীকাল রবিবার আটককৃত দুই জনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *