ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গত সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী মহিলা মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা,শিক্ষক আলোক্তগীন সরকার খোকন, আনিসুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ। এ মানববন্ধন কর্মসূচীতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেয়। এ ছাড়াও উপজেলার সোনাহাট ডিগ্রী কলেজ,ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজ, তিলাই উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা, এ মানববন্ধন কর্মসূচী পালন করে।