মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সারাদেশের ন্যায় জঙ্গীবাদ সন্ত্রাস, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পযন্ত প্রায় ঘন্টা ব্যাপি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সকল শিক্ষা প্রতিষ্টান দিনাজপুর- রংপুর মহাসড়কে একযোগে নেমে আসে, প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে। এ সময় মানববন্ধনে অংশ নেয় ,আলোকডিহি জেবি উর্চ্চ বিদ্যালয়, এন আই বালিকা উর্চ্চ বিদ্যালয়, দারুল ইসলাম আলিম কংগ্রেস মাদ্রাসা, ইছামতি মহিলা কলেজ, ইছামতি ডিগ্রি কলেজ, রানীরবন্দর মহিলা কলেজ ,ওয়েসিস স্কুল এন্ড কলেজ, এইচ আর রেসিন্ডিসিয়াল স্কুল এন্ড কলেজ সহ ইছামতি ডিগ্রি কলেজের ছাত্রলীগ শাখা অংশ নেয়।
জঙ্গীবাদ সন্ত্রাস বিরোধী মানববন্ধনে রাস্তার দু ধারে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী ও কলেজের প্রভাষক, কর্মকর্তা কর্মচারী সহ স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। মানববন্ধনটি ঘন্টা ব্যাপী অবস্থান নেয় রাস্তার পার্শ্বে। সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ , স্কুলের প্রধান শিক্ষক, রাজনীতিবিদ, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্টানের কর্মচারী বৃন্দ।
অপরদিকে একই দিনে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মানববন্ধন পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *