ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৫.১১.১৯
দেশের প্রত্যেক উপজেলা থেকে ১ হাজার জনশক্তি বিদেশে রপ্তানীর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে নিরাপদ, নিয়মিত বৈদেশিক অভিবাসন ও কর্মসংস্থানে উৎসাহিত করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইউএন ও এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং শেষে বিদেশ গমনেচ্ছুক ব্যক্তি, সমাজের সুধীজন,রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সরকার রকীব আহমেদ জুয়েলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসুদুর রহমান অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান.খামারবাড়ি কুড়িগ্রাম, ওসি ইমতিয়াজ কবির, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল কালাম মুহম্মদ হোসেন, কাস্টমস পরিদর্শক হাফিজুর রহমান, ভুরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী তালুকদার,সদর ইউপি চেয়ারম্যান এ,কেএম,মাহমুদুর রহমান রোজেন প্রমুখ। এছাড়া সেমিনারে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদেশগমনেচ্ছুকদের বিদেশ গমনে সঠিক তথ্য যাচাই বাচাই সাপেক্ষে নিরাপদে গমনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *