ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পর্শে চায়না খাতুন (৩০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের  ইসলামপুর মৌজার নামাচর গ্রামে। মৃত চায়না খাতুন ওই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। সে দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে মঙ্গলবার (২১ ডিসেম্বর ) সন্ধ্যায়  চায়না খাতুন ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় মেইন সুইচ অফ না করে বিদ্যুতের তার লাগাতে যায় এ সময় বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে মাটিতে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী নজরুল ইসলাম ও কোহিনুর বেগম বলেন ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে ফ্যানের তার লাগাতে গেলে বিদ্যুতের তারের স্পর্শে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *