ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘‘এখনই সময় অঙ্গীকার করার,যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার সকালে বেসরকারী সংস্থা আর,ডি,আর,এস বাংলাদেশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ,এস,এম আবু সায়েমের সভাপতিত্বে যক্ষ¥া নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম, বেসরকারী সংস্থা আর,ডি,আর,এস-বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন,টিএলসি মোছাঃ জেসমিন আক্তার,মোখলেছুর রহমান ও ল্যাব টেকনিশিয়ান আবু বক্কর সিদ্দিক। বক্তব্যে টিএলসি মোছাঃ জেসমিন আক্তার জানান, ভূরুঙ্গামারীতে এ যাবৎ ৪২১৪ জন যক্ষা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে এবং বর্তমানে ২০২ জন রোগী নিয়মিত চিকিৎসাধীন রয়েছে।যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসুচির তথ্যানুযায়ী ২০১৯ সালে সারাদেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ২০১জন রোগীকে সনাক্ত করা হয়েছে। এই রোগ নিয়মিত চিকিৎসায় সম্পুর্ণ নির্মূল করা সম্ভব। দেশের যক্ষ্মা নির্মূলে স্বাস্থ্য বিভাগ ও আর,ডি,আর,এস ছাড়াও ২৭ টি এনজিও কাজ করে যাচ্ছে। সকলকে সচেতন হয়ে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে একসঙ্গে কাজ করার আহবান জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *