ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে চলতি বোরো মৌসুমে অনলাইনে আবেদনকৃত সুবিধাভোগী কৃষকদের নামের তালিকা লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শমার্  লটারীর মাধ্যমে এ কৃষক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ,কৃষি অফিসার আসাদুজ্জামান,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইশকে আবদুল্লা,খাদ্য গুদাম কর্মকর্তা মামুনার রশিদ প্রমুখ। চলতি বোরো মৌসুমে উপজেলার ১০ ইউনিয়নের প্রায় ১২হাজার ৬শত ৩ জন কৃষক অনলাইনে আবেদন করেন।

এর মধ্যে থেকে অনলাইনে লটারীর মাধ্যমে ক্ষুদ্র,মাঝারী ও বড় কৃষকসহ মোট ৬শত ৪২ জন কৃষককে নিবার্চিত করা হয়। সরকারীভাবে তাদের কাছ থেকে সরাসরি মোট ১হাজার ৯শত ২৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এবার সরকারীভাবে প্রতি কেজি ২৭ টাকা দরে ধানের মূল্যে নিধার্রণ করা হয়েছে।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *