ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাহান আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ প্রফেসর মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও শাহানারা মিরা, ওসি ইমতিয়াজ কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বলেন আমাদের সম্পদ সীমিত কিন্তু সমস্যা অনেক। এ সমস্যা মোকাবেলা করতে শিক্ষিত জনগোষ্ঠি তৈরী করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী ও প্রকৃত শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।