ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের সরকারী রাস্তার গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার সকালে তিলাই ইউনিয়নে কালাচাঁন মোড়ে(ভূরুঙ্গামারী-পাগলাহাট)সড়কের সরকারী একটি বড় আকারের ইউক্যালিপটাশ গাছ অবৈধ ভাবে কর্তনের অভিযোগ উঠেছে ইউনিয়নটির চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার এর বিরুদ্ধে। গাছটি কাটার পর এলাকাবাসী বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, গাছটি জেলা পরিষদের হওয়ায় ইউএনও বিষয়টি দেখবেন ।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, রাস্তার গাছগুলি জেলা পরিষদের হওয়ায় আমি ঘটনাটি জানা মাত্রই সেখানে জেলা পরিষদের কেয়ারটেকার মাজেদকে পাঠানো হয়েছে। এখনো কোন রিপোর্ট পাইনি । তবে রিপোর্ট পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।