ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৪ পুড়িয়া হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে শামছুল হক (৪৯) কে আটক করা হয়। আটককৃত শামছুল হক উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হায়াত আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রি কালে স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামছুল হককে ৫৪ পুড়িয়া হিরোইন সহ আটক করে থানায় নিয়ে আসে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদকের নিয়মিত মামলা করা হয়েছে। তাকে কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।