ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।২৩ মে রাত ২ টার সময় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রাম থেকে জুয়া খেলা অবস্হায় তাদের কে গ্রেফতার করা হয়।
পূলিশ সূত্রে জানা গেছে রবিবার (২৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একদল পুলিশ আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে অভিযান চালায়।সেখান থেকে জুয়া খেলা অবস্হায় আজাহার“ল ইসলাম (৩৫) পিতা আবুল কাশেম আনিছুর (৩০)পিতা মজিদ সরকার ছাত্তার (৬০)পিতা সেকান্দার জিয়াউর (৩৫) পিতা ইয়াহিয়া রবিউল (৪৫) কে পিতা কলিম উদ্দিন হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এদের সকলের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।
ভূর“ঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।