ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় ফুটবল খেলার অনুশীলন বাড়াতে সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ভূরুঙ্গামারী ফুটবল একাডেমিকে ৩০টি ফুটবল উপহার দেন।
প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, প্রভাষক মোজাফফর হোসেন রিপন, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নোমি নোমান এবং ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক গণেশ চন্দ্র প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।