ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নিজস্ব চত্বরে চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলামের সভাপতিত্বে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণি, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদ গোলাম কবির, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের সিনিয়ার সহকারী শিক্ষক আব্দুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাকারুল ইসলামসহ অন্যরা। এ সময় দলদলী ইউনিয়নের আওতায় ১৭টি স্কুলের ১৭ হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন অতিথিগণ। এ সময় ইউপি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন হবে এবং ঝরে পড়া শিশুদের সংখ্যা কমবে।