mail.google

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে তাদের নিজস্ব কার্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার সকাল ১১টায় মানববন্ধন, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক, মাদ্রাসাগুলি-পল্লী মঙ্গল ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভোলাহাট কলেজ, গোহালবাড়ী দারুল-উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ঝাউবোনা কারিগরি বিএম কলেজ, রামেশ্বর পাইলট ইনষ্টিটিউশন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়, আলালপুর দাখিল মাদ্রাসা, মুঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়, ময়ামারী দাখিল মাদ্রাসা, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়, বড়গাছী উচ্চ বিদ্যালয়, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আয়োজন করে। এ উপলক্ষ্যে গোহালবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মহসীন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ওয়ারেশ আলী মাহলত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিম হায়দার, অধ্যক্ষ মাসুদরানা, অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মোস্তারী বেগম, আল-আমিন, এ.বি.এম আজাদ, শফিকুল ইসলাম, সেলিম রেজা বিশ্বাস, সুপার বজলুর রহমান, নুরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে আমিনুল ইসলাম, ছাত্রদের মধ্যে আব্দুস সালাম, রবিউল ইসলাম প্রমূখ। সারাদেশব্যাপি জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করতে সকলের মাঝে সচেতনতা বাড়িয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে এদেশ থেকে চিরতরে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব বলে বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *