ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাফিক সেবা সপ্তাহ যথাযথ মর্যাদায় ৫আগষ্ট হতে ১১ আগষ্ট/১৮ উদ্বোধনী দিন পালিত হয়েছে। এলক্ষ্যে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ ফাছির উদ্দিনের নেতৃত্বে রোববার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালিতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে-ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ ও আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, অফিসার ইনচার্জ(তদন্ত) সেলিমরেজা, পুলিশ উপ-পরিদর্শক আজিম উদ্দিন, এএসআই মাসুদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল বাশার আলী, সাবেক আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুন, পুরুষ ও মহিলা পুলিশ কনষ্টবল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বার-আতাউর রহমান, আলফাজ হোসেন হিরো, মোজাফ্ফর হোসেন, ফাহাদ হোসেন ফারুক, সাদিকুল ইসলাম, ফারুক হোসেন, আলমগীর হোসেন, কামাল উদ্দিন, ইসমাইল হোসেন, আব্দুল কাইয়ুম, আফরোজা বেগম ও ইমানুর রহমানসহ আনসার ভিডিপি সদস্য-সদস্যা, স্থানীয় সাংবাদিকগণ বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *