ঝালকাঠি সংবাদদাতাঃ

ঝালকাঠিতে বিদ্যুতের বিল প্রস্তুতে এবার প্রতারনার শিকার সাংবাদিক মো:মনির হোসেন ২৯ জুলাই রবিবার তিনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ ঝালকাঠি ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের মিটার রিডাররা মিটার না দেখে ইচ্ছা মতো বিল দেয়। মিটার রিডাররা অফিসে বসে ইচ্ছা মত বিল করে ধরিয়ে দেয় গ্রাহক কে। একে মিটারের রিডিং এর চেয়ে বেশী বিল করে। বিদ্যুৎ অফিসে হাজারে নালিশ সত্বেও কমছে না অভিযোগ। ২৭ জুলাই শুক্রবার এই বিলটি আমাকে ধরিয়ে দেয় দিতে হবে ৩১ তারিখের মধ্য, আমার বর্তমান মিটার রিডিং আছে ৪৭৬১ কিন্তু আমাকে বিল ধরিয়ে দিয়েছে ৪৮০০ ইউনিটের। এব্যাপারে মিটার রিডার মামুনের কাছে জানতে চাইলে মামুন জানান আপনি বিলের কাগজ টি নিয়ে অফিসে আসেন। তাকে প্রশ্ন করা হলো আপনি মিটার দেখে বিল করেননা কেন?উত্তরে মামুন জানান আমি মিটার দেখে বিল করি।প্রশ্ন হল কিভাবে ৫০ ইউনিট বিল বেশী করলেন, এর কোন উত্তর দিতে পারেন নি।একই কথা বিলটি নিয়ে অফিসে আসুন।এভাবে প্রায় গ্রহককে মিটার না দেখে বিল ধরিয়ে দেয়।এতে গ্রহকদের টাকা ও সময় অপচয় হয়। এব্যাপারে এক জন গ্রাহক বলেন আমিও এর ভুক্তভোগী কোন কাজ হবে না, বিদ্যুৎ অফিস ইচ্ছা মতো বিল করে ধরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *