ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তর আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বরের মেলা থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপস্থিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর মেলায় অংশ নেয়া ২০টি স্টল ঘুরে ঘুরে পরিদর্শণ করেন উপস্থিত অতিথিগণ। এ মেলা ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফল ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সমাপনী ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *