ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুর্ব শত্র“তার জের ধরে ঊভয় পক্ষের ৭জন আহত হয়ে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। । হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হোসেনভিটা বাজারে পূর্ব শত্র“তার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় হোসেনভিঠা গ্রামের রানাউলের ছেলে রুবেল আহমেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ষস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে একই গ্রামের ফারুক আহমেদের ছেলে সোলে আহমেদ(২৭), আব্দুল খালেকের ছেলে জামিল হোসেন(২৮), নুরুল ইসলামের ছেলে সানোয়ারুল ইসলাম(২৮), ইউসুফ আলীর ছেলে আব্দুল রহিম(২৭) ও আব্বাস আলীর ছেলে শামিউল ইসলাম(২৭) কে এলোপাথাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে। পরে আহতদের উদ্ধার করে তার স্বজনেরা দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করা হয় । অপরদিকে হামলাকারীদের মধ্যে একই উপজেলার একই গ্রামের ইসরাইল ইসলামের ছেলে সহোদর আব্দুর রউফ(৩৫) ও রোমান আলী(২৭)কে আহত অবস্থায় দুপুর আড়াইটার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘটনার মুলহোতা রুবেলকে আটক করে। এদিকে আহতদের দেখতে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি বলেন ঘটনাটি দুঃখজনক এবং দায়ী ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে আহতদের স্বজনেরা জানান। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, এ ঘটনায় যদি কোন অভিযোগ হয় তাহলে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।