ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। পরে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ সমুন্নত ভোলাহাটে পুস্পার্পণ প্রদান ও সকল প্রতিষ্ঠানে জাতিয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ৮টার সময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা শহীদ কামালের কবর জিয়ারত করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংর্বধনা প্রদান করা হয়। সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, মনিরুদ্দিন মন্টু, আ’লীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক ও সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশি ডাঃ আশরাফুল হক চুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, মেশের আলী, কুরবান আলীসহ অন্যরা। এ সময় বীর মুক্তিযোদ্ধা মেশের আলী উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করায় ক্ষোভ প্রকাশ করেনএবং পরবর্তী এমন ঘটনা ঘটলে যথযথ জবাব দেয়া হবে জানান। পরে বিকেল ৪টার দিকে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরুষ্কার বিতরণের করা হয়। সন্ধ্যার পর স্থানীয় শিল্পিদের নিয়ে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সয়সদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত হয়ে কুচকাওয়াজ প্রদর্শণ করেন এবং জাতিয় পতাকা উত্তোলন করেন।