চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। দিবসটি উপলক্ষে সমবার সূর্যদয়ের সাথে সাথেই ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনভর নানা কর্মসূচী পালন করেন। সূর্যদয়ের সাথে সাথেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে মিলিত হয়ে পুষ্পমাল্য অর্পন করে। সকাল ৮টায় থানাহাট এ,ইউ, পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো: শওকত আলী সরকার বীর বিক্রম। এসময় উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার উপস্থিত ছিলেন। এর পরপরই উক্ত মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা মার্চপাষ্ট ও ডিসপ্লে প্রদর্শন করে। সন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ তার অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, বিএনপি ও তার অঙ্গসংগঠন নিজ নিজ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *