ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ১২ ঘন্টার মধ্যে মার্ডার কেসের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) কবির হোসেন জানান, গত ২৫ জুলাই হাউসপুর গ্রামের সাবুর উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী বুলুকে প্রকাশ্য দিবালোকে ঐ গ্রামের পশ্চিমে আম বাগানে ব্যবসায়ীক দ্বন্দের জেরে কুপিয়ে হত্যা করলে বুলুর স্ত্রী সমিজা বাদি হয়ে এ দিন আড়াইটার সময় ১০কে আসামী করে মামলা করে। এর জের ধরে পুলিশি অভিযান চালিয়ে এ দিন রাত সাড়ে ৪টার সময় শিবগঞ্জ উপজেলার টিকরি বাজার এলাকা থেকে মামলার ৭ নং আসামী হাউসপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আতাউর রহমানকে গ্রেপ্তর করতে সক্ষম হয়। ব৭াকীদের গ্রেপ্তার তৎপরতা অব্যহত আছে বলে জানান তিনি। এ ব্যাপারে ওসি ফানির উদ্দিন, বাঁকী আসামীদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।