আশরাফুল হক রম্নবেল,কুড়িগ্রাম প্রতিনিধি,

বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানীখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় শান্তিপূর্ন মিছিলে গুলি চালিয়ে বিএনপি কর্মী আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ও জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল মিছিল বের করে।এ সময় পুলিশ মিছিলে বাঁধা দেয় পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরোয়ার আহমেদ সাওন,যুগ্ম সম্পাদক এ্যাড.আবু সাইদ শিথিল,মিলন আহমেদ,আরিফ হোসেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মমিন হেসেন,সদস্য সচিব শামিম আহমেদ যুগ্ম আহবায়ক আপেল,পৌর যুগ্ম আহবায়ক টিপু সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকার মানুষের মুখ বন্ধ করতে চায় এজন্য গনতান্ত্রিক আন্দোলন স্তব্ধ
করতে ভোলায় শান্তিপূর্ন মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। তারা আরো বলেন গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আগামী দিনে সব দাবি আদায়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীরা মাঠে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *