monsur Ali

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নানা প্রতিকুলতার মধ্যে দরিদ্রতাকে জয় করে চলতি বছর ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে মোঃ মোঃ মনসুর আলী জিপিএ ৫ পেয়ে আধার ঘর আলোকিত করেছে মনসুর আলীর রোল নং ১৮৯৮৪৬। পরিবারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। তার বাবা দিনমজুর আব্দুল মতিন অন্যের বাড়িতে শ্রম বিক্রি করে পরিবারের ভরনপোষন করে আসছে এর পরেও শত প্রতিকুলতা বাঁধা হয়ে দাড়াতে পারেনি তাদের মেধা বিকাশে। মনসুর আলী পিএসসি ও জে,এস,সি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়েছিল। মনসুর ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। কিন্তু এ স্বপ্ন পুরনের মাঝে দেয়াল দরিদ্রতা। ২ ভাই ১ বোনের মধ্যে মনসুর মধ্যম। এবং মা মোছাঃ মোহসীনা বেগম একজন গৃহিনী। বড় ভাই মোঃ মোস্তফা মেধাবী হওয়া সত্বেও দরিদ্রতার কারনে লেখাপড়া ছেড়ে বাবার পেশায় নিযুক্ত । মনসুর নিজেও বিদ্যালয়ের খরচ যোগাতে অন্যের বাড়িতে শ্রম বিক্রির করে লেখা পড়ার খরচ জোগাড় করেছে। একমাত্র বাড়ির ভিটে ছাড়া কোন আবাদী জমি নেই।
মনসুর আলীর এই অসামান্য সাফল্য অভিভাবকদের মনে শংকার পাহাড়। দুচোখে অন্ধকার তার পরেও সামনে এগিয়ে যাওয়ার দুর্বার সাহস নিয়ে সকলের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছে মনসুর আলী । মনসুর আলী তার এই অসামান্য সাফল্যের পিছনে তার অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের নিকট চীর কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *