কলমে _অরুণিমা চ্যাটার্জী
হে চিত্রকর !
কোন রং তুলিতে, তুমি বিষণ্নতাকে মূর্ত করে তোলো ?
সে রং কি, আমাদের চেনা পৃথিবীর রং !
শঙ্খের শুভ্রতা, ঘাস ফড়িঙের সজীবতা
মরা নদীর ধূসরতা, শুধুই কি পান্ডুর বিবর্ণতা !
নাকি তোমার মননের সব রং গুলে
বিষন্নতা সাজিয়ে তোলো থরে থরে !
হে কবি ! কথা দিয়ে
সম্পর্কের সমীকরণ ধরতে পারো ?
নস্টালজিয়ার রোমানটিসিজমই কি তোমার নিঃস্ব সম্বল ?
শব্দরা যদি জলের মতো নিচু হতো,
অন্ত: সলিলা বহমান নদী হতো তোমার মন।
অশ্রু নদীতে ভাসিয়ে দিতে তোমার কথাগুলো !
দিকভ্রান্ত নাবিক সেজে
ওরা যে যার ঠিকানায় পৌঁছে যেতো।
এই চেনা পৃথিবীর বাইরে,
অন্য অন্য পৃথিবী তুমি রচনা করতে।
শঙ্খ ধ্বনি, কাঁসর ঘন্টা, আজানের সুর
আর তুলসী মঞ্চে জমে থাকা শ্যাওলায়
নিমজ্জনে হারাতে।
হারিয়ে যেতে দেবলোকের সুরের মূর্ছনায় !