কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অবশেষে পুলিশের হাতে আটক হলো কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটাখ্য এবং তাঁর বিবিদের ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরষ্কার কারী যুবক শ্রী উজ্জল কুমার রায়। সর্বচ্চ শাস্তি হিসাবে ফাঁসির দাবি করেছেন এলাকাবাসীর।
জানা গেছে, গত ৩০ নভেম্বর ( টুুধষ শঁসধৎ জধু) ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে কটাখ্য এবং তাঁর বিবিদের ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার করে ( ১৩ রিাবং ড়ঋ গঙঐঅগগঅউ) লিখে একটি ছবি পোষ্ট করে। তা প্রকাশ হলে এলাকায় উত্তেজনা শুরু হয় এবং উপজেলার পুটিমারী এলাকার গ্রাম্য চিকিৎসক শ্রী উদয় কুমার রায় এর ছেলে অভিযুক্ত শ্রী উজ্জল কুমার রায়ের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এলাকাবাসী। এরই পেক্ষিতে শ্রী উজ্জল কুমার এর বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের হয়। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্রে অভিযান চালিয়ে উলিপুর এলাকা থেকে শ্রী উজ্জল কুমার রায়কে আটক করে পুলিশ। আটকের কথা স্বীকার করে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন অভিযুক্ত উজ্জল রায়কে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। উক্ত যুবক আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে আসলেও তারা শ্রী উজ্জল কুমার রায়ের সর্বচ্চ শাস্তি হিসাবে তার ফঁাসির দাবি জানিয়েছে।