লেখক: শান্ত পাহান ( ঠাকুরগাঁও)
তোমার মায়াতে পড়ে আছি
আমি একলা অজানা এক অচিনপুরে।
জানি না তুমি বুঝতে পারবে কি না আমার সেই ভালোবাসা।
আজও আছি আমি তোমার সেই অপেক্ষায়।
মায়া যখন বসে গেছে তোমার প্রতি আমার
কি করে ভুলবো আমি তোমাকে প্রিয়।
যতই আমি ভুলবার চেষ্টা করি তোমাকে কিন্তু তোমার মায়া ছাড়তে চাই না আমাকে।
প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছে অনেক দূরে
কিন্তু আমি তোমার মায়াতে পড়ে আছি আজও এক অচিনপুরের কুঁড়েঘরে।
ভালোবাসার সাগরে যখন আমি ডুবে গেছিলাম তোমাকে নিয়ে ওই মায়ারী সাগরে।
কালবৈশাখী ঝড় এসে আমার জীবটা করে দিলো তচনচ।
এখনো রয়েছি আমি তোমার মায়ার জালে প্রিয়
কি করে কাটবো আমি মায়া জালের জাল বলো না আমাকে তুমি প্রিয়।
ভালোবেসেছিলাম আমি তোমাকে প্রিয়
তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না কখনো দুরে।
কি দোষ বলো কি করেছিলাম আমি প্রিয় তোমার কাছে
যে আমাকে ছেড়ে তুমি চলে গেলে অনেক দুরে।
তোমার মায়ার স্মৃতিগুলো মনে পড়লে আমি এখনো কাঁদি প্রতিরাতে।