মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের এক ভক্ত। সেই ভক্ত আক্তার আলী দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি কুমড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা দলীয় নেতা-কর্মী, ভোটার ও পথচারীদের মধ্যে সাড়া ফেলেছে।

গত সোমবার রাতে উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনীয়া বাজারে দেখা যায়, আক্তার আলী নামে সেই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা একটি মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বইঠা লাগিয়ে ব্যতিক্রমীভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন। দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছে সেই মোটরসাইকেলের নৌকায়।

ব্যতিক্রমী প্রচারণা বিষয়র আক্তার আলীর সাথে কথা হলে তিনি বলেন, ছোটবেলা থেকেই আওয়ামী লীগকে মনেপ্রাণে ধারণ করি। দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরি করে প্রচারণায় নেমেছি। আশা করছি এবারো নৌকার বিজয় হবেই।

খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করা এমন কর্মীদের জন্যই আওয়ামী লীগ আজ শক্তিশালী দল।

উল্লেখ্য যে, নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পাশাপাশি দিনাজপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারিকুল ইসলাম তারিক, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোনাজাত চৌধুরী ও এনপিপি মনোনীত আম মার্কা প্রার্থী আজিজা সুলতানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ক্যাপশন: মোটরসাইকেলে নৌকা তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন আক্তার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *