ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
“তথ্য পেলে মুক্তি মেলে সোনার বাংলার স্বপ্ন ফলে”এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ পালিত হয়েছে গতকাল ২৮ সেপ্টেম্বর বুধবার। দিবসটি উপলক্ষ্যে প্রথমে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। এরপর প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম মো: ফারুক আহমদ, সাংবাদিক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা তথ্য অফিসার ইমরানুল হাসান, ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।