ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে জামিন পাওয়া আসামীর হামলায় বাদীসহ গুরুতর আহত হয়েছেন ৬ জন। আহত ৬ জনের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। আজ ১২ আগষ্ট এ সংবাদ পরিবেশন পর্যন্ত আহত ৩ জন পুরুষের মধ্যে ১ জন আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার আনিকেলীবড় গ্রামে গত ৮ আগস্ট সকালে সংঘটিত এ ঘটনার বিবরণে প্রকাশ- পূর্ব বিরোধের জের ধরে বিজ্ঞ আদালতে চলমান মামলায় জামিন নিয়েই আসামী ছনু মিয়ার পুত্র মোঃ জুনাইদ আহমদ (২৫), ফরিদ মিয়া (৪২), কালু মিয়@ শহিদ মিয়া (৩৮), মইদ মিয়া (২০), হাছান মিয়া (১৯), ফরিদ মিয়ার পুত্র আলমঙ্গীর (১৮), রাংগুরিয়া গ্রামের মতলিব মিয়ার পুত্র জরিফ মিয়া (৪০), শ্রীমঙ্গল উপজেলার বরুনা গ্রামের মৃতঃ মালেক মিয়ার পুত্র মসুদ মিয়া (৪০), মৌলভীবাজার সদর উপজেলার শোনগরি গ্রামের করিম মিয়ার পুত্র মখলিছ মিয়া (৩০) দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে বাদী পক্ষের উপর হামলা চালিয়ে মহিলাসহ ৬ জনকে গুরুতর আহত করে। আহতরর হলেন- মৃতঃ চেরাগ আলীর পুত্র ছমির আলী (৪১), ছমির আলীর স্ত্রী খালেদা বেগম (৩৫), মছব্বির আলী (৩৭), মছব্বির আলীর স্ত্রী শাহিদা বেগম (৩২), মৃতঃ ইউনুছ আলীর পুত্র শওকত আলী (৫০) ও শওকত আলীর স্ত্রী রায়না বেগম (৪৫)। এ ঘটনায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছমির আলী বাদী হয়ে উল্লিখিতদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা (নং- ১১, তাং- ০৮/০৮/২০১৭ইং) দায়ের করেছেন।
উল্লেখ্য- গত ১ আগস্ট গভীর রাতে ক্ষেতের আউশ ধান কেটে নেয়া এবং সকালে দা, সুলফি, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র সহযোগে বাড়ীতে হামলা-ভাংচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনায় মৃতঃ চেরাগ আলীর পুত্র ছমির আলী বাদী হয়ে আনিকেলীবড় গ্রামের ছনু মিয়ার পুত্র ফরিদ মিয়া (৪২), কালু মিয়া @ শহিদ মিয়া (৩৮), জুনাইদ মিয়া (২৫), মইদ মিয়া (১৮), ফরিদ মিয়ার পুত্র আলমগীর (১৮), ফরিদ মিয়ার স্ত্রী রাজনা বেগম (৩৭), রাঙ্গুরিয়া গ্রামের মতলিব মিয়ার পুত্র জরিফ মিয়া (৪০) ও শ্রীমঙ্গল উপজেলার বরুনা গ্রামের মৃতঃ মালেক মিয়ার পুত্র মসুদ মিয়া (৪০)কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং- ০১, তাং- ০২/০৮/২০১৭ইং) দায়ের করেন। গত ৫ আগস্ট সকালে মৌলভীবাজার মডেল থানার এসআই মোঃ তোফাজ্জল হোসেন অভিযান চালিয়ে চোরাইকৃত আউশ ধান উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে আসেন। এর পরদিন ৬ আগষ্ট আসামীরা বিজ্ঞ আদালতে জামিনের আবেদন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেন। এর পরদিন গত ৭ আগষ্ট আসামীরা বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়ে গ্রামে গিয়েই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীপক্ষের উপর হামলা চালিয়ে মহিলাসহ ৬ জনকে গুরুতর আহত করে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, আসামীপক্ষের লোকজনও মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন