স্টাফ রিপোর্টারঃ
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহের উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ রিজিউনাল কার্যালয়ে ১৩-০৪-২০২২, বুধবার বিকাল চারটায় এ্যাকশন প্ল্যান মিটিং ও পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের সভাপতি সুৃমন চন্দ্র ঘোষ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এ্যাকশন প্ল্যান মিটিং ও দোয়া মাহফিলে এমএএফ এর উপদেষ্টা কাজী রানা, কাজী আজাদ জাহান শামীম,ওয়াহিদুজ্জামান আরজু, মোস্তাফিজুর ভাষাণী প্রমুখ উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহ-এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মাহবুব আলম, রফিকুল ইসলাম রতন,শহিদ আমিনী রুমি, যুগ্ম-সম্পাদক জাহিদ হোসেন উৎপল,মাহমুদা হোসেন মলি,শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন,মাহবুব আলম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আহমেদ নিসর্গ, কোষাধ্যক্ষ শুভ্র চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, সম্মানিত সদস্য ফরিদা ইয়াসমিন পারভীন, আনোয়ারা খাতুন,আতিয়া ফাইরুজ মলি,নূরজাহান মিতু,তাসলিমা মেহজাবিন জেবিন ,তাসলিমা রুকন রুমি প্রমুখ উপস্থিত হয়ে এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশ নেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এমএএফ নেতৃবৃন্দ ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাল্যবিবাহমুক্তকরণ ঘোষণা,ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আগামীদিনগুলোতে ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে সামাজিক ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পৃষ্ঠপোষকতায় মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) গঠিত।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম-ময়মনসিংহের নেতৃবৃন্দ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলেও সামাজিক ইস্যুতে তথা সমাজের অসঙ্গতি দূরীকরণ তথা সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে ইতিমধ্যে স্থানীয় ও জাতীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।