মো: নাজমুল হুদা মানিক ॥
মানবতার ফেরিওয়ালা লেখক ফোরাম ( মাফেলেফো) এর প্রথম বর্ষপুতি উদযাপন সমসাময়িক সাহিত্য বিষয়ক আলোচনা, কবিতা পাঠ, বর্ষসেরা কবি ও সংগঠক পুরস্কার বিতরণ ময়মনসিংহ নগরীর মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে ১০ জুন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মাফেলেফো এর সভাপতি ও প্রতিষ্ঠাতা কবি আব্দুল্লাহ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও অনুবাদক অধ্যাপক শামসুল ফয়েজ। কবি আমজাদ শ্রাবণ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও মানবিক বিশ্ব এর আহবায়ক ডক্টর আলহাজ্ব শরীফ সাকী, কবি ও নাট্যকার মিহির হারুন, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সংগঠক কোহিনূর রহমান, মো: আবু রায়হান, মোহাম্মদ শামীম মিয়া, আব্দুর রহমান নির্জয়, হানিফ রাজা, শাহীন শাহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রথম বর্ষপুতি উদযাপন সমসাময়িক সাহিত্য বিষয়ক আলোচনা, কবিতা পাঠ, বর্ষসেরা কবি ও সংগঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্ভোদন করেন কবি ও সংগঠক ডা: মো: আনসার উদ্দিন ভুঁইয়া। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আল মাকসুদ। পরে কবিগন স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের সাবিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক মো: ফরহাদুল ইসলাম জুয়েল।