মোঃ শামীম হোসেন।

তাকে বলে দিয়ো,
শুন্য হাতে ফিরতে মানা করি নি আমি?
আমিও উৎসাহ দেখিয়ে দিয়েছিলাম সেদিন আঙ্গুল উঁচিয়ে, তুমি নও ব্যার্থতার রাণী।
স্ব চোখে দেখেছিল শত উৎসুক জনতা,
স্বাক্ষী কি ছিল কেও?
বিধাতার লীলা ফুরায়ে যাইনি রে ধরণীর তীর বেয়ে,
তুমিই তো সেই সতী নারী রাজ লক্ষী মেয়ে।
তাকে বলে দিয়ো,
শুন্য হাতে আমিও ফিরি নি কখনও?
পেয়েছি বিধাতার শক্তি, তোমার জন্য রইলো আশীর্বাদ কারন তুমিই তো আমার অনুপ্রেরণার দিশারী।
ব্যার্থতার গ্লানি বোধ টুকু? বুঝাতে চেয়েছিলাম সেদিন,
হঠকারিতার কারনে পিছিয়ে গেলে, বিশ্বাস করো নি ততদিন।
তাকে বলে দিয়ো,
আজকের সোনালী দিনে মনে রেখেছি আজও তোমায়,
পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে সাজিয়েছি অভিনব আত্মীয়তায়।
লেখকঃ একজন কবি,গায়ক ও সমাজ সেবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *