মো: নাজমুল হুদা মানিক ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ১ ডিসেম্বর সকাল ১১টায় ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোছা: শাসছুন্নাহার বেগম এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লুল এর পরিচলানায় প্রধান আলোক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মো: চাঁন মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিকি ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক দুকুল চন্দ্র দেব, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি মো: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো: এনামুল হক খান, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: খরিলুর রহমান, গফরগাঁও শাখার সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, তারাকান্দা শাখার সভাপতি মো: সাইদুর রহমান, শিক্ষক নেতা মো: মিজানুর রহমান, ভালুকা শাখার সাধারন সম্পাদক এবি সিদ্দিক সহ ১৩ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনের রিটানিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাগলা উপজেলা শাখার সভাপতি মো: বজলুর রহমান বাহার। এ সময় মোছা: শামছুন্নাহার বেগমকে সভাপতি ও মো: চাঁন মিয়াকে সাধারন সম্পাদক হিসাবে প্রস্তাব ও সমর্থকের মাধ্যমে কন্ঠভোটে পুনরায় নির্বাচিত করা হয়। ত্রিবার্ষিক সম্মেলনে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *