জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে যুবদল। ২২ নভেম্বর বুধবার রাতে শহরে মশাল মিছিলটি বের করেন যুবনেতারা।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে মশাল মিছিলে জামালপুর জেলা, শহর, ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এসময় তারা টুকু ভাইয়ের কিছু হলে, জলবে আগুন জামালপুরেসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।