রংপুর প্রতিনিধি
রংপুরে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত ৮ টার দিকে নগরীর খামারপাড়া এলাকার নীলাচল ছাত্রী নিবাসে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ান খামার এলাকার শেখ ফজলুল হকের কন্যা সুরাইয়া ইয়াসমিন কুড়িগ্রাম মজিদা খাতুন ডিগ্রী কলেজের শিক্ষার্থী। সে রংপুরে ওই ছাত্রী নিবাসে থেকে কোচিং করতো। পাশের কামরার অন্য শিক্ষার্থীরা রাত ৮টার দিকে সুরাইয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কয়েকদিন আগে সুরাইয়ার বিয়ে হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাযায়নি।
কোতয়ালী থানার এসআই নুর আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।