রংপুর ব্যুরো অফিসঃ
বিসিএস পরীক্ষায় রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মোহাম্মদ মাহফুজ নামে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ওই পরীক্ষার্থী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের আব্দুল আজিজ খন্দকারের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি M11মোবাইল, দুটি সিম, একটি ইলেকট্রনিক ডিভাইস ও ব্লুটুথ ইয়ার ফোন জব্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, পরীক্ষায় মোবাইল ফোন এবং ডিভাইস ব্যবহার করছিল। কক্ষে দায়িত্বরত শিক্ষক বিষয়টি দেখে ফেলেন। পরে তাকে আটক করে জানানো হলে আমরা তাকে থানায় নিয়ে আসি।
এ ঘটনায় রংপুর সরকারি কলেজের সহকারী শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে আইসিটি আইনে মামলা করেছেন বলেও জানান তিনি।