রংপুর অফিস.
রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল মোড় থেকে সোমবার সকাল ১০ টার দিকে ১৩ লাখ টাকার গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যার ১৩ এর একটি দল। এসময় জব্দ করা হয় গাঁজা পরিবহনকারী একটি ট্রাক। গ্রেফতার হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু কালাম, নাগেশ্বরীর পশ্চিম রায়গঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুল আমিন, কুষ্টিয়া জেলার মধুপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রাজু এবং হেলপার একই এলাকার রহমান মিঞার ছেলে বাচ্চু।র‌্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক আটক করে তল্লাশি শুরু করে। এসময় বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ১শ ৩০ কেজি গাঁজা ও দুই বোতল ভারতীয় মদসহ চারজনকে আটক করা হয়।র‌্যার ১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন